রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১, বি ইউনিট "ম্যানেজমেন্ট" প্রশ্ন ও সমাধান।

  রাজশাহী বিশ্ববিদ্যালয় 

শিক্ষাবর্ষঃ ২০২০-২০২১ 

Unit: B (বানিজ্য) (গ্রুপ-১)

[Management -ব্যবস্থাপনা ]

  

১। কোনটি ব্যবসার অলংকার?

A. সুনাম

B. মুনাফা

C. শৃংখলা

D. সমৃদ্ধি

Ans: A

(www.dochala.com)

 ২। শিল্পে উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমবিভাগের ওপর গুরুত্বারোপ করেন কে?

A. জেমস স্টুয়ার্ড

B. এডাম স্মিথ

C. রবার্ট ওয়েন

D. চার্লস ব্যাবেজ

Ans: B

 ৩। ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে কোন স্তরে?

A. উচ্চস্তরে

B. নিম্নস্তরে

C. উচ্চ ও মধ্যস্তরে

D. মধ্যস্তরে

Ans: D

 ৪।কোনটি সমন্বয় নীতিতে অন্তর্ভুক্ত হয়?

A. শ্রমবিভাজন নীতি

B. সময়ানুবর্তিতার নীতি 

C.দলীয় সমঝোতার নীতি

D. উদ্যোগ নীতি

Ans: C

 ৫. নতুন আবিষ্কারের মর্যাদা লাভের জন্য কোন্ সনদ প্রদান করা হয়?

A. ট্রেডমার্ক 

B. কপিরাইট 

C. আই এস ও

D. প্যাটেন্ট

Ans: D

(www.dochala.com)

 ৬. কোনটি বিনিময় সহায়ক কাজ?

A গুদামজাতকরণ 

B. উৎপাদন 

C. খুচরা কারবার 

D. রপ্তানী

Ans:A

৭।কোনটি স্থায়ী পরিকল্পনা নয়?

A. কৌশল

B. নীতি

C. প্রক্রিয়া

D. কর্মসূচী

Ans.D

 ৮। প্রতিষ্ঠানের মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক কে?

 A. সচিব 

B. উৎপাদন ব্যবস্থাপক

C. ব্যবস্থাপনা পরিচালক

D. ফোরম্যান

Ans. B

 ৯। কোনটি ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশের অন্তর্গত?

A.প্রতিষ্ঠানের সংস্কৃতি

B. কৌশলগত মিত্র

C.ভোক্তা

D. প্রতিযোগিতা

Ans. A

(www.dochala.com)

 ১০. উচ্চ উৎপাদনশীলতা অর্জনের জন্য কর্মীদের উদ্ধুদ্ধ করে _______ব্যবস্থাপনার-

A.মধ্যস্তরের

B.উচ্চস্তরের

C. নিম্নস্তরের

D. কোনোটিই নয়

Ans. A

 ১১. যখন একটি কোম্পানী অন্য কোম্পানীর পলিসি নিয়ন্ত্রণ করে ত বলা হয়________ কোম্পানী।

A. হোল্ডিং

B. সরকারী

C. সাবসিডিয়ারী 

D. পারিবারিক

Ans. A

  ১২.পদমর্যাদার বিভাজনের ভিত্তিতে আসীন নেতৃত্ব কোনটি? 

A. ব্যক্তিগত্ব 

B. অনানুষ্ঠানিক 

C.আনুষ্ঠানিক 

D. স্বৈরতান্ত্রিক

Ans.C

 ১৩. ব্যবস্থাপনা চক্রের নিয়ন্ত্রণ পরবর্তী কাজ কি?

 A. সমন্বয়সাধন 

B. প্রেষণা 

C.পরিকল্পনা

D. কর্মী সংস্থান

Ans. C

 ১৪. কোন কাজকে ব্যবস্থাপনার সারাংশ হিসাবে গণ্য করা হয়?

 A. নিয়ন্ত্রণ 

B. পরিকল্পনা প্রনয়ণ 

C. সংগঠন 

D. সমন্বয়

Ans. A

 ১৫. কেয়া কসমেটিকস লিঃ একটি-

A. প্রাইভেট লিঃ কোম্পানী 

B.পাবলিক লিঃ কোম্পানী

C. সরকারী কোম্পানী

D. অংশীদারী ফার্ম

Ans. B

(www.dochala.com)


Management -RU- B unit 

إرسال تعليق

1 تعليقات