তথ্য ও যোগাযোগ প্রযুক্তি |বিশ্বগ্রাম সংক্রান্ত ধারনা MCQ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)
বিশ্বগ্রাম সংক্রান্ত ধারণা 
MCQ 

 

01. বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের উদ্ভাবক কে ছিলেন?

A. cooper

B. Marshall McLuhan

C. Jack Williamson

D. K. Eric Drexler

Ans.B

02. মার্শাল ম্যাকলুহান কোন বিশ্ববিদ্যালয়ের

অধ্যাপক ছিলেন?

A. কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়

B. আমেরিকার ম্যামপিস বিশ্ববিদ্যালয়

C. আমেরিকার টরেন্টো বিশ্ববিদ্যালয়

D. কানাডার ম্যানিটোভা বিশ্ববিদ্যালয়

Ans. A

03. ম্যাকলুহান ১৯৬২ সালে যে গ্রন্থটি রচনা করেন তার নাম কী?

A. Understanding Media

B. The Global village

C. The Gutenberg Galaxy

D. Engines of Creation

Ans. C

4.ম্যাকলুহান ১৯৬৪ সালে যে গ্রন্থটি রচনা করেন তার নাম কী?

A.Understanding  Media

B. The Global village

C.The Gutenberg Galaxy

D. Engines of Creation

Ans. A

05. ম্যাকলুহান জন্মগ্রহণ করেন-

A.১৯১১ সালের ২১শে জুন 

B.১৯১১ সালের ২১শে জুলাই

C.১৯২১ সালের ২১শে আগস্ট

D. ১৯২২ সালের ৩১শে জুন 

Ans. B

06. ম্যাকলুহান মৃত্যুবরণ করেন-

A. ১৯৮০ সালের ৩০শে ডিসেম্বর 

B. ১৯৮০ সালের ৩০শে ডিসেম্বর 

C. ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর

D.১৯৮৫ সালের ৩০শে ডিসেম্বর 

Ans. B

07. "The medium is the message" এর প্রবর্তক ছিলেন -

A) A.S. Lee

B) I.S Cooper

C) Marshall McLuhan

D) John McCarthy

Ans. C

0৪. বিশ্বকে তুলনা করা হয়-

A.একটি শহরের সাথে 

B.একটি গ্রামের সাথে 

C.একটি জেলার সাথে 

D.একটি উপজেলার সাথে 

Ans. B

09. ডিজিটাল ডাক ব্যবস্থা কোনটি?

A.ই-লার্নিংB

B.ফেসবুক 

C.ই-মেইল 

D.টেলেক্স

Ans. C

10. টেলিকনফারেন্সিং উদ্ভাবন করন কে?

A. টিম বার্নার লী

B.ম্যাকলুহান 

C.মরি টারফ

D.হার্বার্ট বয়ার

Ans. C

11. ভিডিও কনফারেন্সিং এর জন্য ব্যবহ্ত সফটওয়্যার- 

A. স্কাইপি

B. Gmail.com

C.yahoo.com

D. faccbook.com

Ans. A

12. নিচের কোন সিস্টেমটি বিমানের সিট

রিজার্ভেশনের জন্য ব্যবহার করা হয়?

A. NASA

B. Internet 

C.SABRE

D. ODesk

Ans. C

13, নিচের কোন ওয়েবসাইটাতে  চাকরির বিজ্ঞাপন দেয়া হয়?

A. bdjobs.com.bd

B. Guru.com

C. bdnews24.com

D. yahoo.com

Ans. A

14. Elance কী কাজে ব্যবহৃত হয়?

A.টাকা পাঠানাের জন্য

B. ভিডিও কল করার জন্য 

C.মেইল করার জন্য

D. আউটসোর্সিং করার জন্য 

Ans. D

15. আউটসোর্সিং হলাে-

A.ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রদান

B. ইন্টারনেটের মাধ্যমে অনলাইনভিত্তিক কাজ

C.ইন্টারনেটের মাধ্যমে মেডিসিন সেবা

D. ইন্টারনেটের মাধ্যমে সিট রিজার্চ

Ans. B

16. নিচের কোন ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যেকোনাে প্রান্ত থেকে ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া যায়?

A.www.treatmentonline.com

B.www.medicalonline.com

C. www.medicineonlinc.com

D www.popularonline.com

Ans. A

17. রক্তদাতাদের ঠিকানা নিচের কোন ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যায়-

A. treatmentonline.com

B. www.blooddonatebd.com

C. www.blooddonatedbd.com

D. www.raktodata.com

Ans. B

18. টেলিমেডিসিন সার্ভিসের সাহায্যে কী করা

হয়?

A.গল্প করা হয়

B. বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করা যায়

C. হাসপাতালের ঠিকানা পাওয়া যায়

D. ঔষধ বিক্রি করা হয় 

Ans. B

19. রিমােট সার্জারি হলো-

A. রিমােটের মাধ্যমে সার্জারি

B. বিশেষজ্ ডাক্তারের সার্জারি

C. সাধারণ সার্জারি করা

D.ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সার্জারি

Ans. B

20. নিচের কোন ওয়েবসাইটে ডাক্তারদের ও হাসপাতালের তথ্য পাওয়া যায়?

A. www.treatmentonline.com

B. www.blooddonatebd.com

C. www.emedicalpointbd.com

D.www.doctorinfo.com

Ans. C

21. ডিজিটাল অফিস বলতে বুঝায়-

A. অফিসের সার্বিক কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা

B. মােবাইল ফোনের মাধ্যমে কাজ করা

C.সবাই মিলে দ্রুত কাজ করা

D. ০ ও ১ এর সাহায্যে কাজ করা

Ans. A

22. ERP এর পূর্ণরূপ কী?

A. Resource Planning

B. Enterprise Robot Planning 

B Enterprise Remote Planning

D Enterprise Red Planning

Ans. B

23. নিচের কোন সাইটটি অনলাইন নিউজ সাইট?

A. www.paper.com

B. www.bdnews24.com

C.www.prothomalo.com

D. www.news.com

Ans. B

24. অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যকে কী বলে?

A. ই-কমার্স

B. ই-ব্যাংকিং 

C. ই-লার্নিং

D. ই-বাজার 

Ans- A

ICT 



Post a Comment

0 Comments